উখিয়ার মরিচ্যা বাজারে যানজট সৃষ্টি, অবৈধ পার্কিংসহ মহাসড়কের উপরে বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি নিরসনে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশের একটি টিম। এসময় বর্ণিত অপরাধে ৮ টি ই-বাইক (মিনি টমটম) কে ৮০০০ টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার মরিচ্যা বাজারের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে এই অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর নাজমুলের নেতৃত্বে এই অভিযান হয়েছে।


এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়ার কোটবাজারের ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল।


তিনি জানান- আমরা ট্রাফিক পুলিশের তিনজনের একটি টিম মরিচ্যা স্টেশনে এসে সকাল থেকে অভিযান চালিয়েছি। অভিযানে ৮ টি ই-বাইক (মিনি টমটম) কে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে জরিমানা আদায় করেছি।


তিনি আরো জানান- যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। তবে সামগ্রিকভাবে সবাই সচেতন হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।


জানা গেছে, যানজট নিরসনে উখিয়ার বিভিন্ন স্টেশনে হিমসিম খাচ্ছে উখিয়ার ট্রাফিক পুলিশ। মাত্র পাঁচ সদস্যের ছোট একটি ট্রাফিক পুলিশের টিম নিয়ে চলছে উখিয়ার ট্রাফিক বিভাগ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024