মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে রাতের আঁধারে রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রির চেষ্টা কালে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

 

জানাযায় উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামে মৃত ছোটন প্রাং এর ছেলে ইয়াছিন আলী তোতা অসুস্থ গরু জবাই করে বিক্রির জন্য গোশত বিক্রেতারদের খবর দেয়। এদিকে গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী। ভ্রাম্যমাণ আদালতের  উপস্থিতি টের পেয়ে দুই গোশত ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা সংরক্ষণ আইনে বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা এবং মাংস ও চামড়া মাটিতে পুতে ফেলা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হোসাইন মোঃ রাকিবুর রহমান ও শাজাহানপুর থানা পুলিশ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024