আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাথে মত বিনিময় করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌরসভার ৪ ও ৫নং  ওয়ার্ড কুটুম ঘর পার্টি সেন্টার মাঠ ও ভিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে  ২৫ আগষ্ট শুক্রবার  বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।



পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক 

মেহেদী হাসান মিঠুর সঞ্চালনায় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার স্বপনে'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি। 


আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত হোসেন, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি।


আরও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুষার সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


মতবিনিময় সভার প্রধান অতিথি সাংসদ এইচ এম ইব্রাহিম বলেন, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার প্রার্থীকে জয়লাভ করিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার গঠনে সকলের রায় ও সহযোগিতা কামনা করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024