|
Date: 2022-09-24 10:53:15 |
রাজশাহীর বাঘায় মীনা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, গল্প বলা, সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহাম্মেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মো. মামুনুর রহমান, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করা হয়।
উল্লেখ্য, বিদ্যালয়ে শিশু ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়ন, বাল্যবিয়ে রোধ, পরিবারে অসম খাদ্য বণ্টন, শিশু শ্রম রোধ বিষয়ে বাংলা কার্টুন ‘মীনা’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিশু কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয় অর্জন করে। এটি ইউনিসেফ ঘোষিত মীনা দিবস হিসেবে পালন করা হয়। #
© Deshchitro 2024