|
Date: 2023-08-26 11:27:25 |
রামুর বেঙডেবা গ্রামের আলোচিত হেডম্যান আলী আহাম্মদ হত্যাকাণ্ডের প্রধান আসামি সফুর আলমকে ঈদগড় থেকে আটক করেছে পুলিশ।
২৫ আগস্ট বিকালে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই আশরাফুলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বেঙডেবা গ্রামের মৃত ফজল করিমের পুত্র সফুর আলমকে আটক করে।
এ এস আই আশরাফুল জানান, ১৬ জানুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে বেঙডেবা এলাকার হেডম্যান আলী আহাম্মদকে দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিল। নিহত হেডম্যান আলী আহাম্মদের পুত্র জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই এলাকার সফুর আলম সহ ৫ জনকে আসামি করে রামু থানায় মামলা দায়ের করেন।
ঈদগড় ক্যাম্প ইনচার্জ এ এস আই আশরাফুল আরও জানান, তার বিরুদ্ধে হেডম্যান আলী আহাম্মদ হত্যা মামলাসহ অসংখ্য মামলার ওয়ারেন্ট ইস্যু আছে।
আটককৃত আসামি দীর্ঘ দিন পলাতক ছিলেন।
© Deshchitro 2024