|
Date: 2023-08-26 11:28:35 |
মহেশখালীতে অভিযান চালিয়ে উপজেলার কুতুবজোমের চিহ্নিত সন্ত্রাসী হেলাল (৫০) কে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
দিবাগত রাত ( ২৬ আগস্ট) আনুমানিক আড়াই-টায় উপজেলার কুতুবজোমের নয়াপাড়ার খতিরদিয়া নামক এলাকার, একটি প্রজেক্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশখালী থানা পুলিশ। এসময় প্রজেক্টের টংঘর থেকে হেলাল উদ্দিন কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (ডিবিবিএল) উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন।
তিনি জানান, হেলাল একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশখালী থানা পুলিশ অস্ত্রসহ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। আটক হেলালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আটক হেলাল কুতুবজোম ইউনিয়নের নয়াপড়া এলাকার মৃত ফোরকার আহমদের পুত্র। স্থানীয়রা জানায় হেলাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
© Deshchitro 2024