জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন‌ করেছে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্ এর সভাপতি ডা ফেরদৌস খন্দকার। ওই সময় বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে নেতাকর্মীদের শপথ পাঠ করানো হয়। শনিবার সকালে দেবিদ্বার উপ‌জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, কয়েকটি ইউনিয়ন পরিষদের মেম্বার ও শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার শাখার নেতৃবৃন্দ নিয়ে এই পুষ্পস্তবক অর্পণ হয়। এ সময় উপ‌স্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি আব্দুল মতিন মুন্সী, শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার শাখার আহবায়ক রাশেদা আক্তার, সদস্য সচিব আব্দুর রহমান ভূইয়া, দেবিদ্বার উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি শাহিনুর লিপি, কৃষক লীগের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া ও শামীমা আক্তার রিমা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024