|
Date: 2023-08-26 17:30:56 |
বগুড়ার শাজাহানপুর উপজেলায় চকজোড়া কমিউনিটি ক্লিনিকে মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটেছে।
শাজাহানপুর থানায় এ
বিষয়ে একটি সাধারণ ডায়রী করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. মোঃ মোতারব হোসেন।
থানার সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, উপজেলা
আশেকপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের চকজোড়া গ্রামের চকজোড়া কমিউনিটি ক্লিনিকে গত ২২
আগস্ট মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটেছে। কমিউনিটি ক্লিনিক এর বাহিরে লাগানো থাই গ্লাস
ও অ্যালুমিনিয়ামসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরচক্র।
ঘটনার পরদিন সকালে ক্লিনিকের সিএইচসিপি সৈয়দ রাসেল
বাবু বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তার উর্দ্ধতন কর্মকর্তাকে জানান, তখন তাকে থানায়
সাধারণ ডায়েরী করার জন্য নির্দেশ দেয়া হয় বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. মোঃ মোতারব হোসেন জানান, কমিউনিটি ক্লিনিকটি পরিদর্শন করেছি এবং
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
© Deshchitro 2024