নোয়াখালীর বেগমগঞ্জ শাখা কর্তৃক খেলাফত মজলিসের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ আগস্ট ) বিকাল ৪ ঘটিকার সময় নোয়াখালীর চৌমুহনী শহরের প্রধান সড়কে খেলাফত মজলিস বেগমগঞ্জ শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল ও পরে চৌমুহনী পাবলিক হল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল  হাদীস আল্লামা আহমদ আলী কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন।
খেলাফত মজলিসের বেগমগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি ডাঃ মাওলানা মোঃ শহীদুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নোয়াখালীর জোনের পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান, খেলাফত মজলিসের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, ইসলামী যুব মজলিস নোয়াখালী জেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা জিয়াউর রহমান, খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার বাইতুলমাল সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান ফুয়াদ, খেলাফত মজলিস চৌমুহনী শহর শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোঃ ফাইয়াজ, খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি হাফিজ নাহিদ আল হাসান, খেলাফত মজলিস নোয়াখালী শহর শাখার সভাপতি মাওলানা পেয়ার আহমদ হুজাইফা,খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুদ্দিন বুলবুল প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে ৮ দফা দাবি আদায় এর লক্ষ্যে বক্তরা বলেন, ধর্মীয় শিক্ষা সংশোধনীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা, দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনের সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা, গ্রেফতারকৃত আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা, রাজনৈতিক সভা সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ, পণ্য মূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা ও বেকার সমস্যার সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দান। 
এসময় খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024