|
Date: 2023-08-27 07:53:06 |
এদিকে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছিল , সে পরীক্ষাগুলো রোববার থেকে শুরু হয়েছে । তাতেও যেন ভোগান্তি পিছু ছাড়ছে না পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের। জলাবদ্ধতায় সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছে তারাই।
নগরীর বন্দর কলেজের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলে, ‘আমার বাসা হালিশহর বি ব্লক এলাকায়। পুরো পথে পানি, অনেকক্ষণ ধরে দাড়িয়ে আছি , কোন গাড়ি পাচ্ছি না। আগ্রাবাদ সিডিএ মহিলা কলেজে পরীক্ষা কেন্দ্র।জলাবদ্ধতার কারণে কোন গাড়ি যেতে চাচ্ছে না।
এদিকে চট্টগ্রামে শনিবার দিনভর থেমে থেমে গুঁড়ি বৃষ্টি হলেও মধ্যরাত থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। রোববার সকাল ৬টা পর্যন্ত নগরে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আমবাগান আবহাওয়া অফিস।
আমবাগান আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মফিজুর রহমান বলেন, ‘এটা বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত। রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’
জলাবদ্ধতা চট্টগ্রামের অন্যতম বড় সমস্যা। গত কয়েক দশক ধরেই জলাবদ্ধতার দুর্ভোগ মাথায় নিয়ে চলছে নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে ১৩ হাজার ৮০০ কোটি টাকার চারটি বড় সরকারি প্রকল্প চলছে বছরের পর বছর। এ চার প্রকল্পের প্রতিটিরই সময় ও ব্যয় বাড়লেও সুফল পাচ্ছে না নগরবাসী ।
© Deshchitro 2024