নীলফামারীর ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রয়ের সময় ৩ গ্রাম হিরোইন সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।


শনিবার (২৬শে আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছোটরাউতা জোড়পাখুড়ী এলাকায়

গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে ডোমার থানা পুলিশের একটি আভিযানিক দল। এসময় তাদের কাছে ৩ গ্রাম ওজনের ৬টি হিরোইনের পুড়িয়া পাওয়া যায়।

আটককৃতরা হলেন—উপজেলার পূর্ব চিকনমাটি এলাকার মৃত তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ আব্দুর রশিদ (৫৯) ও মোঃ ওসমান গণি বাবলু (৫০)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, আটককৃতদের বিরুদ্ধে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১(০৮) ২৩ একটি মামলা হয়েছে। রশিদের  বিরুদ্ধে মাদকের ১০টি ও বাবলুর বিরুদ্ধে ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024