|
Date: 2023-08-27 09:34:39 |
কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক শফিউল আলম আর নেই। রবিবার সকাল ৭ টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে এইচডিও তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিলো ৪৭ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবাদ বাদ আছর তার নিজ বাড়ি পেকুয়া উপজেলার মগনামা মুহরী পাড়া মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রয়াত শফিউল আলম ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক আমার সংবাদ ও নিউজ টু ডের কক্সবাজার প্রতিনিধি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক শফিউল আলমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
© Deshchitro 2024