নীলফামারীর ডোমার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ কমিটি, মাদকদ্রব্য নিরোধ কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং সামাজিক সম্প্রীতি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
রোববার (২৭শে আগস্ট) সকালে ডোমার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন কমিটির সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ আল-আমিন রহমান প্রমূখ সহ বিজিবি ও ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ সহ সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য একমত পোষণ করা হয়।