|
Date: 2023-08-27 13:20:44 |
শিবচরে গাছ কাটতে বাধা দেয়ায় হামলা; আহত
মাদারীপুরের শিবচরে
কাঠাল গাছকে কেন্দ্র করে
স্বামী স্ত্রী দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার পাচ্চর ইউনিয়নের পোদ্দারচর মোড়ল কান্দি এলাকায়।
আহতরা হলেন ওই এলাকার হাশেম খানের ছেলে মনির খান (৩৮) এবং তার স্ত্রী মোসা: নারগিস আক্তার
মনির খান জানান বাড়ির উঠোনের কাঠাঁল গাছ কাটতে বাধা দেয়ায় বড় ভাই সুরুজ খা (৫০) এবং তার দুই ছেলে সজিব খা(৩০) ও সাকিব খা(২৫) দেশীয় অস্ত্র লোহার রামদা,বাশের লাঠি, ঝাড়ু কাতরা ইত্যাদি নিয়ে বসত বাড়ির উঠোনে দারিয়ে অকথ্যভাষায়
গালি-গালাজ করে থাকে।
মনির খার স্ত্রী সুমি আক্তার প্রতিবাদ করলে সুরুজ খা ও তার দুই ছেলে তাকেও মারধর করে।
মনির খা বাধা দিলে স্বামী স্ত্রী দুইজনকেই কুপিয়ে গুরুতর জখম করে।
তাদের ডাক-চিৎকারে পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় মনির খা বাদী হয়ে শিবচর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ দিকে হামলাকারীদের সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবী করেন।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বলেন,এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
© Deshchitro 2024