গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ নেতা বাবুল শিকদার বাবু ও এম এম ইব্রাহীম পলাশের নেতৃত্বে নেতাকর্মীরা আজ রবিবার (২৭ আগষ্ট)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বরাবর বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মোঃ কামরুজ্জামানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।


স্মারকলিপিতে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাস্টারমাইন্ড এবং মানবাধিককার লঙ্ঘনকারী খুনি জিয়ার মরনোত্তর বিচার দাবি জানানোর পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পালাতক খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি এবং ২১ আগষ্ট ভয়াল গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক জিয়া এবং দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত অন্য আসামি জোবায়দা রহমানকে ও অনতিবিলম্বে দেশে এনে সাজা কার্যকরের জোর দাবি জানানো হয়।


এছাড়াও বিএনপি কে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে অবিলম্বে এই সন্ত্রাসী দলের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024