বিয়ের দাবিতে নীলফামারীর ডোমারে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে দশম শ্রেণির শিক্ষার্থী। প্রেমিকার বাড়িতে আসার খবর পেয়ে পালিয়ে গেছে প্রেমিক রাব্বি।

রবিবার (২৭শে আগস্ট) দুপুরে উপজেলার উত্তর হরিণচড়া ফরেস্টপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহ থেকে প্রেমিক রাব্বি ইসলামের বাড়িতে অনশনে বসে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ঐ প্রেমিকা। তবে রাব্বি এখনো পালিয়ে রয়েছে।

প্রেমিক রাব্বি ইসলাম ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া ফরেস্টপাড়া এলাকার আবু হোসেনের পুত্র। সে একাদশ শ্রেণির ছাত্র।

স্কুলছাত্রী সেই প্রেমিকা জানান, দুই বছর ধরে রাব্বির সাথে তার প্রেমের সম্পর্ক। রাব্বি তাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গেছেন। এমনকি বিয়ের কথা বলে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে জানায় মেয়েটি। একপর্যায়ে মেয়েটি বিয়ের কথা বললে রাব্বি তাকে বাড়িতে আসতে বলে। এছাড়া তাদের বাড়িতে আসার আগের দিনেও দুজনের দেখা হয়। তার কথা মতো রাব্বির বাড়িতে গেলে দেখেন সে বাড়িতে নেই। তার ফোনটিও বন্ধ রয়েছে।

প্রেমিক রাব্বি ইসলাম যদি তাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করার কথা জানান মেয়েটি।

বামুনিয়া চেয়ারম্যানপাড়া নিবাসী মেয়েটির বাবা বলেন, আমার মেয়ের সাথে রাব্বির অনেক দিনের সম্পর্ক। আমরা অনেকবার রাব্বিকে সতর্ক করলেও সে তাতে কর্ণপাত করেনি। যেহেতু আমার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, সেহেতু আমরা চাই রাব্বি আমাদের মেয়েকে বিয়ে করুক।

এদিকে রাব্বির বাবা আবু হোসেন বলেন, আমার ছেলের বয়স অনেক কম। সে কেবল উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে। তাছাড়া তার সাথে কথা হয়েছে। সে বলেছে ওই মেয়ের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। মেয়ের পরিবার এসে মেয়েটিকে নিয়ে যাক। তারপর দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিতে পারি বিয়ের।

এবিষয়ে ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান বলেন, ছেলেটি পালিয়ে গেছে। আমরা হরিণচড়ার চেয়ারম্যানকে বিষয়টি দেখার জন্য বলেছি।

এব্যাপারে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা বলেন, আমি রাব্বির বাবাকে বলেছি রাব্বিকে নিয়ে আসতে। তার মুখে শুনার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024