|
Date: 2023-08-27 16:10:08 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের একাংশ আজ সকাল ১০টা থেকে নীলক্ষেত অবরোধ করে।
তারা রাস্তা ব্লক করে দিয়ে নীলক্ষেত পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে বসে।কাফন গায়ে জরিয়ে অনেকে বৃত্তের মাঝে বসে।স্লোগান দেয়।
এতে করে কড়া রোদে অনেকে অসুস্থ হয়।তাদের ভাষ্যমতে ৭জন অসুস্থ হয়েছে।
সাত কলেজের এই একাংশ শিক্ষার্থীদের দাবি তাদের সিজিপিএ শর্ত শিথিল করা।এবং সর্বোচ্চ তিন বিষয়ে অকৃতকার্যদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বছরে প্রমোশন দেওয়া।
এর প্রেক্ষিতে তারা বলেছেন,ঢাবি তাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম চাপিয়ে দিচ্ছে তবে সুযোগ,সুবিধা,শিক্ষা দিচ্ছে না।
সাত কলেজে পরীক্ষা হয় আরেক কলেজে,প্রশ্ন করে এক কলেজের শিক্ষক,সিলেবাস করে আরেকজন,খাতা দেখে আরেকজন,রেজাল্ট আরেক জায়গায়।
এমন বৈষম্য তারা চায় না।হয় সুবিধা দিয়ে নিয়ম চাপিয়ে দিক।অন্যথায় সিজিপিএ শর্ত শিথিল করুক।
তবে,তাদের আন্দোলনের ব্যপারে অফিশিয়াল কোনো মন্তব্য করেনি সাত কলেজ সমন্বয়ক কমিটির কেউ।কতৃপক্ষ নিরব।যদিও এই এক দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা টানা তিনদিন আন্দোলন করেছে।
এদিকে তিক্ত বিরক্ত নীলক্ষেতে প্রতিনিয়ত চলাচল করা সকল শ্রেশী পেশার মানুষ।তাই কতৃপক্ষের উচিত নিরপেক্ষ সমাধান করা।
আজকে সন্ধা ৬টায় তারা রাস্তা ছেড়ে দেয় এই আশ্বাসে,যে তাদের বিষয়টা কতৃপক্ষ নজরে নিয়েছে।
© Deshchitro 2024