নন্দীগ্রামের আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাড়ি সহ সেই দই কারখানার মালিক আজহারের পাশে ছাঁয়া হয়ে দাঁড়ালেন পৌর মেয়র আনিছুর রহমান। গত বুধবার (২৩ আগস্ট) নন্দীগ্রামের আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে নিমিশেই ছাই হয়ে যায় আজাহারের বাড়ি সহ দই কারখানা। আজহারের রোজগার করে খেয়ে পড়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল সেই দই কারখানা, বেশ ভালোই চলছিল আজহারের পরিবার, কিন্ত এক নিমিশের ভয়াবহ অগ্নিকন্ডে পথে বসে গেছে আজহারের পরিবার, পরনের বস্ত্র সহ পুড়ে ছাই হয়ে গেছে সমস্ত কিছু, সাহায্যোর হাত বাড়িয়েছেন বিত্তবানদের কাছে, অনেকেই দিচ্ছেন নতুন করে ঘর তৈরীর জন্য টিন, অনেকেই দিচ্ছেন পড়নের পোষাক, কেউ খাবার সামগ্রী, কেউ দিচ্ছেন বাজার সামগ্রী কিনে। আজাহারের পরিবারের চোখে মুখে যখন দু:খ কষ্ট হাতছানি দিয়ে ডাকছে ঠিক সেই মহুর্তেই মাথার ছাঁয়া হয়ে পাশে দাঁড়ালেন পৌর পিতা, আনিছুর রহমান। সোমবার (২৮ আগস্ট)দুপুর ২টায় পৌরসভা কার্যালয়ে পৌরসভার রাজস্ব তহবিল হতে ক্ষতিগ্রস্থ আজহারের পরিবারে মাঝে ৬৫হাজার টাকার চেক হস্তান্তর করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও পৌর মেয়র আনিছুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন,পৌর নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ সহ ৯টি ওয়ার্ডের ১২জন কাউন্সিলর বৃন্দ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024