|
Date: 2022-09-24 15:56:37 |
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে মিনা দিবস-২০২২ পালন উপলক্ষে শনিবার (২৪সেপ্টেম্বর) বিকেলে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়ের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, সন্তোষ কুমার মন্ডল, প্রবীর মিত্র, সাহিদুল ইসলাম, প্রধান হাবিবুল্লা প্রমুখ।
© Deshchitro 2024