দিনাজপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরে অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম। এসময় ডিবি পুলিশের ওসি এএফএম মনিরুজ্জামান মন্ডল উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর শহরের বড়বন্দর ফকিরপাড়ার মোহাম্মদ বাবুর দুই ছেলে নুর ইসলাম বাপ্পী (৩৮) ও শাহিনুর ইসলাম হ্যাপি (৩৩), একই এলাকার মৃত রফিকুল্লাহর ছেলে মোহাম্মদ সুমন (৩৫)। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম জানান, রোববার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম দিনাজপুর শহরের শাখারীপট্টি শিল্পকলা একাডেমির সামনের সড়কে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।এসময় তাদের কাছে বাজারের ব্যাগে রাখা ৩ হাজার ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় হয়। তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল।সোমবার দিনাজপুর কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024