|
Date: 2023-08-28 13:17:03 |
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগষ্ট) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে উখিয়া থানায় বিভিন্ন মিথ্যা মামলার এজাহারে অভিযুক্ত (বিজ্ঞ আদালতে বিচারাধীন) মামলা হতে মহামান্য হাইকোর্ট থেকে খালাস পাওয়ার কারনে পালংখালী ইউনিয়নে তাহার সমর্থক ও অনুসারীরা উখিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফুলেল শুভেচ্ছা ও গণ সংবর্ধনা দেওয়া হয়।
পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী উখিয়া উপজেলা পরিষদ থেকে থাইংখালী বাজারে গাড়ী বহর নিয়ে পালংখালী ইউনিয়নের উদ্দেশ্যে তার সমর্থক ও অনুসারী’রা রওয়ানা দেয়। পরে থাইংখালী ও পালংখালী ইউনিয়ন পরিষদে পথসভা অনুষ্ঠিত হয়।
পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, তার বিরুদ্ধে উখিয়া থানায় দায়ের কৃত মিথ্যা মামলা থেকে মহামান্য আদালত হাইকোর্ট তাকে খালাস করায় মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ জানান তিনি।
© Deshchitro 2024