চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শহীদ আবদুর রব হল সংলগ্ন রাস্তাটিতে লাইটিং সিস্টেমের অবনতি হওয়ায় অন্ধকারে পড়ে আছে।লাইট গুলো জ্বলে না,বিদ্যুতের খুঁটি গুলোও ঢেকে গেছে গাছের পাতায়,করা হচ্ছে না মেরামতের ব্যবস্তা।অন্ধকারে যেন এক ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে।রাস্তার পাশেই ছোট পুকুর, একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি ওঠে আসে, অন্ধকারে ভয়ে ভয়ে চলতে হয়।এদিকে সাপের ও ভয়, সবমিলে ভীতিকর পরিবেশ দিয়েই চলাচল করছে শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীরা।

বিষয়টি শহীদ আবদুর রব হলের প্রভোস্টকে জানালে তিনি দেখবেন বলে জানিয়েছেন। মাসের পর মাস চলে যায় কাজ আর হয় না।সংশ্লিষ্ট হলের অফিসে জানালে তারা ইঞ্জিনিয়ারীং অফিসকে দোষারোপ করে।এক কর্মকর্তা বলেন বার বার বিষয়টি ইঞ্জিনিয়ারীং অফিসে বলা হয়েছে, উনারা অনেকটা ছ্যাছরা,কাজ করতে চায় না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন।

এদিকে মুঠোফোনে একাধিকবার ইঞ্জিনিয়ারীং প্রধানকে ফোন দিলেও ফোন ধরেন নি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024