কক্সবাজারের কুতুবদিয়ায়  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিদ্যুতের মিটার প্রদানে গ্রাহকের নিকট অতিরিক্ত টাকা দাবী ও গ্রাহক হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ আগস্ট ) দুদকের কক্সবাজার জেলার এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুতুবদিয়ায় গ্রাহক  হতে মিটার সংযোগ প্রদানের ক্ষেত্রে রশিদ প্রদান ব্যতীত টাকা নগদে গ্রহণ করা হয়। উক্ত অফিসে কোন সিটিজেন চার্টার না থাকায় জনসাধারণ উক্ত অফিসের সেবা সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য জানতে পারছে না বিধায় গ্রাহকেরা নানাবিধভাবে হয়রানি হচ্ছে।অভিযানকালে উক্ত কার্যালয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিত পাওয়া যায় এবং আগত ভুক্তভোগী কয়েকজন সেবাগ্রহীতার বক্তব্য গ্রহণ করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এনফোর্সমেন্ট টিম উপরোক্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অফিসের আবাসিক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে কথা বলেন। তারা অতিদ্রুত সংশ্লিষ্ট অফিসে সিটিজেন চার্টার লাগানোসহ সংশ্লিষ্ট রশিদ ও রেকর্ডপত্র টিমকে সরবরাহ এবং গ্রাহক হয়রানি রোধে উপযুক্ত পদক্ষেপ নিবেেন মর্মে আশ্বস্ত করেন।

অন্যদিকে, দুদক এনফোর্সমেন্ট টিম কাগজপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ রিপোর্ট যথাসময়ে কমিশনের কাছে পাঠাবে বলেও জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024