|
Date: 2022-09-25 08:00:51 |
কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা-২০২২ সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় জেলাপ্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশসুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা আইন শৃঙ্খলার সাথে জড়িত দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ, হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জেলার সচেতন নাগরিকবৃন্দসহ অন্যান্য সংশ্লিষ্টজনেরা।
সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল ক্ষেত্রে ধর্মীয় উসকানিমূলক যেকোনো প্রকার কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও, এবিষয়ে গোয়েন্দা ও আইন শৃঙ্খলার সাথে জড়িত সংস্থাগুলোকে তৎপর থাকার পরামর্শ প্রদান করা হয়।
© Deshchitro 2024