|
Date: 2023-08-29 07:20:08 |
আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে একের পর এক খুন, চুরি, ছিনতাই বেড়েই চলছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২ টায় ঝাজর গ্রামে পরিত্যক্ত ঘরের ভেতর থেকে গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সে
খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত জরুল ইসলাম খোকার ছেলে।
স্ত্রী চায়না খাতুন ও শাশুড়ি মেহেরুন্নেসা জানান, সকাল দশটার দিকে শামীম ফোন করে জানান তার জ্যাঠাতো ভাই শামীম হোসেন তাদেরকে ফোন দিয়ে জানায় আফাস উদ্দিন লিটনকে কে যেন গলা কেটে হত্যা করে ঘরের ভিতর রেখে গেছে। স্ত্রী চায়না খাতুন আরোও জানান, আমার ধারণা নেশা করা বা খাওয়ার সময় তাদের সহযোগীদের সঙ্গে দ্বন্দ্ব হওয়াতে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইন তার বাবু কুমার সাহা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
© Deshchitro 2024