মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও বাজার মূল্য নিয়ন্ত্রণে নীলফামারীর ডোমারে ভোক্তা অধিকার অভিযানে চার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯শে আগস্ট) সকালে উপজেলার ডোমার বাজার ও পৌর কাঁচাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক মোঃ সামছুল আলমের নেতৃত্বে ভোক্তা অধিকার অভিযান পরিচালিত হয়।

এতে ফল ব্যবসায়ী আশরাফুল ইসলামকে ২ হাজার টাকা ও মকছেদ আলীকে ১ হাজার টাকা, ডিম ব্যবসায়ী মিনাল ইসলামকে ১ হাজার টাকা ও রুবেল ইসলামকে ২ হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় এবং সতর্ক করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। এসময় ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024