জামালপুরে কারাবন্দী বিএনপি ১২ নেতাকর্মী হাইকোর্টে জামিন পেয়েছেন। গত সোমবার  (২৮ আগস্ট) বিচারপতি রেজাউল হক ও বিচারপতি শসাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ তাঁদের জামিন মঞ্জুর করে। আদালতে নেতাকর্মীদের পক্ষে জামিন শুনানি করেন

আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া। এ সময় হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ।

জানা গেছে, নাশকতা পরিকল্পনার অভিযোগে সম্প্রতি জামালপুর  সদর থানায় দায়েরকৃত মামলায় বিএনপির ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে প্রেরণ করে।

আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, 'নাশকতা কর্মকাণ্ড সংঘটিত করতে গোপন বৈঠকের অভিযোগে পুলিশ জামালপুর সদর থানায় বিএনপি  নেতাকর্মীদের নামে ওই মামলাটি দায়ের করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024