শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের অভিযোগে ইয়া নবী (৬৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে থানা পুলিশ। ২৮ আগস্ট সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে তাকে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া জানান, আটককৃত ব্যক্তি ইয়া নবী ভারতের পশ্চিম বাংলার শিলিগুড়ি জেলার বাসিন্দা। তিনি ৫ থেকে ৬ মাস আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন এলাকার মাজারে মাজারে ঘোরাঘুরি করে আসছিল। তবে ঘোরাঘুরি শেষে ভারতের মেঘালয় সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শাহ্ সেকান্দর আলী মাজারে অবস্থান করতেন তিনি। সর্বশেষ গত রবিবার দেশের গোয়েন্দা বিভাগের নজরে এলে ঝিনাইগাতী থানা পুলিশ তাকে আটক করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়। পরে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024