শ্যামনগরে জলবায়ু সংকট সন্ধানে যুব কপের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায়  জলবায়ু সংকট ও করণীয় সন্ধানে তরুণদের সুপারিশমালা চুড়ান্তকরণ শীর্ষক   যুব কপ/২৩ এর  আঞ্চলিক কর্মশালা মঙ্গলবার (২৯ আগষ্ট) দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।

 উপজেলা পরিষদ হল রুমে একশনএইড বাংলাদেশের আয়োজনে   অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, যুবক মোমিনুর রহমান প্রমুখ।
 একশন এইডের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মোসলেহ উদ্দিন লস্করের পরিচালনায় দিন ব্যাপী অনুষ্ঠানে জেলার সকল উপজেলার বিভিন্ন যুব সংগঠনের ৬০ জন যুবক ও যুবতী অংশ গ্রহণ করেন এবং দলীয় আলোচনাশেষে সুপারিশমালা চুড়ান্তকরণ করেন।

 বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথি বক্তব্যে দেশ গঠনে যুবদের ভূমিকা তুলে ধরে বলেন যুবকরা আগামী দিনে দেশকে এগিয়ে নিতে বড় ভূমিকা পালন করতে পারে। শ্যামনগর উপজেলা দুর্যোগপূর্ণ এরিয়া হওয়ায় যুবকরা সবসময় উপজেলা প্রশাসনের পাশে থেকে কাজ করে যায়। তিনি বলেন আমি বিশ্বাস করি প্রতিটি ইউনিয়নের  যুবকরা পারে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান, শিক্ষক রনজিৎ বর্মন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গাজী আল ইমরান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024