জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত  হয়েছে। 

মঙ্গলবার  বিকাল সাড়ে ৫ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জয়পুরহাট  জেলা কৃষক লীগের  সভাপতি, নারী ও শিশু স্পেশাল পিপি এ্যাড. ফিরোজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট।

এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জাহিদুল আলম বেনু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ, জয়পুরহাট সদর উপজেলা কৃষক লীগের  সভাপতি আনোয়ার হোসেন, ক্ষেতলাল উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024