|
Date: 2023-08-30 08:23:26 |
জ্বর পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন টাইগার ওপেনার লিটন দাস। তার বিকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে এনামুল হক বিজয়ের নাম।
বুধবার (৩০ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজই দলের সাথে শ্রীলংকায় যোগ দেয়ার কথা বিজয়ের।
ওপেনিং নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ দল। ইনজুরির কারণে এশিয়া কাপের দল ঘোষণার আগেই ছিটকে গেছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল। ভরসা ছিল লিটন দাসকে নিয়ে। তবে জ্বরের কারণে প্রথম দলের সঙ্গে শ্রীলঙ্কার বিমান ধরতে পারেননি তিনি। এরপর ধারণা করা হচ্ছিলো, এশিয়া কাপের প্রথম ম্যাচে না খেললেও বাকি ম্যাচগুলো খেলতে পারবেন। তবে সেটাও সম্ভব হলো না।
লিটনের বদলি হিসেবে ঘোষণা করা হয়েছে এনামুল হক বিজয়ের নাম। সর্বশেষ ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানদে সিরিজে সুযোগ পেয়েছিলেন বিজয়। কিন্তু পারফরম্যান্স ভালো না হওয়ায় এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি। ঢাকা প্রিমিয়ার লিগে রান পেলেও খোলেনি জাতীয় দলের দরজা।
বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনাজুল আবেদীন বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে রানের মাঝে ছিল। তাকে আমরা পর্যবেক্ষণেও রেখেছিলাম। ফলে সে আমাদের বিবেচনায় সব সময় ছিল।’
লিটন না থাকায় বিজয়ের মতো একজনকেই খুঁজছিল বিসিবি। যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটাও করতে পারেন। প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘লিটনের না থাকায় আমাদের একজন টপ অর্ডার ব্যাটার প্রয়োজন ছিল যিনি কিপিংও করতে পারেন। সেজন্যই এনামুলকে নেওয়া।’
উল্লেখ্য, আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
© Deshchitro 2024