|
Date: 2023-08-30 09:31:47 |
উখিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নে চলমান কর্মসৃজন কর্মসূচি ও অন্যান্য প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা এবং জলাবদ্ধতা নিরসনকল্পে অগ্রাধিকার ভিত্তিতে ড্রেন ও কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবি, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024