|
Date: 2023-08-30 09:33:07 |
প্রকৃত ভালোবাসার মানুষ কখনো হারায় না, প্র'তিশ্রুতি দিয়ে প্র'তিশ্রুতি ভ'ঙ্গও করে না, বরং তারা কোনোরকম প্র'তিশ্রুতি না দিয়েও, শুধুমাত্র ভালোবাসে বলে আ'মৃত্যু পাশে থেকে যায়, একে অপরকে ভালোবেসে আগলে রেখে সুখ পায়, ভালোবাসা ভী'ষণ-ই সুন্দর যদি মানুষ দুটি সঠিক হয়;
ভালোবাসার মানুষ গুলো কখনো বদলায় না, বদলায় মূলত ভালোবাসার নামে অভিনয় করা মানুষের গুলো, ভালোবাসা মূলত মানুষকে আগলে রাখতে শেখায়, ভালো ম'ন্দ সবটা মিলিয়েই একে-অপরকে আপন করে নিতে শেখায়;
প্রকৃত ভালোবাসা মানুষকে উদার হতে শেখায়,
ত্যা'গ করতে শেখায়, ঠকে গেলে হিং'সা বি'দ্বেষের ঊ'র্ধ্বে উঠে ক্ষ'মা করতে শেখায়, প্র'তিশোধের বদলে প্রিয় নামক মানুষটার ভালো থাকা প্রার্থনা করতে শেখায়।
লেখক: প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024