শিক্ষার্থীদের মাঝে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও মোবাইল ফোনের অপব্যবহার সহ আরও অনেক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডোমার থানা অফিসার ইনচার্জের সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (৩০শে আগস্ট) সকাল ১১টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয় ও পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, ইমো, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস প্রতিরোধ ইত‍্যাদি বিষয়ে সচেতনতার বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, উপজলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, সমাজসেবক মোঃ সাইদুল ইসলাম, পাঙ্গা বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক তরনী কান্ত রায়, পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সামসুদ্দিন লিটন প্রমূখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024