|
Date: 2023-08-30 10:32:06 |
নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনের কুলি সর্দার পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন মতিবুল ইসলাম (৪০)।
বুধবার (৩০শে আগস্ট) সকাল ১১টায় উপজেলা শহরের বাটার মোড়ে ডোমার ব্যাডমিন্টন ক্লাব মাঠে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার এস.এম. গ্রেট-৩ (চুক্তি) আনোয়ার হোসেন কর্তৃক তার বিরুদ্ধে করা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে মতিবুল ইসলাম বলেন, ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল অব্ধি আমার বাবা আব্দুল লতিফ ডোমার রেলওয়ে স্টেশনে কুলি সর্দার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর ২০১২ সালের ১৯শে নভেম্বর ডোমার রেলওয়ে স্টেশনের তৎকালীন স্টেশন মাস্টার আমাকে কুলি সর্দার হিসেবে মনোনীত ও সুপারিশ করে বাংলাদেশ রেলওয়ের পাকশী বাণিজ্যিক কর্মকর্তা ডিসিও বরাবর আবেদন প্রেরণ করেন।
তিনি আরও বলেন, সেসময় থেকে ২০২২ সাল অব্ধি অর্পিত দায়িত্ব পালন করি। তবে সেবছর সামান্য ভুল বুঝাবুঝির কারণে স্থানীয় কাউন্সিলর আমার বিরুদ্ধে মানববন্ধন করলে পাকশীর ডিসিও তদন্ত করে আমাকে কাজ না করার জন্য মৌখিকভাবে নির্দেশ প্রদান করেন।
বর্তমান স্টেশন মাস্টার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে বলে তিনি আরও জানান, বর্তমানে কর্মরত টেন্ডাইল সামছুদ্দিনকে কুলি সর্দার হিসেবে নিয়োগ প্রদানের লক্ষ্যে তার কাছ থেকে উৎকোচ গ্রহণ করে তাকে কুলি সর্দার হিসেবে বৈধ ঘোষণা করেন। যা সত্য নয়। কারণ সামছুদ্দিন নামে পাকশীর ডিসিও স্বাক্ষরিত কোনো বৈধ কোনো কাগজপত্র নেই। তার বিরুদ্ধে স্টেশন মাস্টার কর্তৃক মিথ্যা অভিযোগ প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
কুলি সর্দারের বিষয়ে তদন্ত চলার কারণে এবিষয়ে মন্তব্য করতে রাজি নন ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।
© Deshchitro 2024