শহীদ জননী জাহানারা ইমামের পুত্র শহীদ রুমি স্মরণে নীলফামারীর ডোমারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০শে আগস্ট) বিকালে ডোমার পৌর শহরের ছোটরাউতা সাহাপাড়া এলাকার মাশরাফী ভবনে তিনবাংলা’র আয়োজনে শহীদ রুমি স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ। এতে সভাপতিত্ব করেন—ডোমার নাট্য সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা।

তিন বাংলার গ্লোবাল সভাপতি সালেম সুলেরীর সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার।

এসময় আরও উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা ডাঃ মখদুম আজম মাশরাফী তুতুল, কণ্ঠশিল্পী সহিদুল সরকার, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক, বায়ান্নর ভাষা সৈনিক পুত্র গোলাম ফারুক প্রমূখ সহ মাদ্রাসা ও এতিমখানার শিশুসহ মসজিদের ইমামগণ।

আলোচনা সভা শেষে শহীদ রুমির বিদেহী আত্মার মাগফিরাত সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024