|
Date: 2023-08-31 09:26:05 |
শ্যামনগর উপজেলা পরিদর্শনে মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব আসাদুল হক
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ পরিদর্শন করেন মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আসাদুল হক।
বৃহস্পতিবার(৩১ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন এবং এর পর উপজেলা চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন।
উপজেলা পরিষদ হল রুমে শুধুমাত্র উপজেলা প্রশাসনের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আসাদুল হক।
প্রধান অতিথি বক্তব্যে সকলকে সততা ও নিষ্ঠার সাথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহব্বান জানান। জনগণ যাতে হয়রানী না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সহকারী বনসংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী প্রমুখ।
উপজেলা পরিষদ পরিদর্শনকালীন সময়ে উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
ছবি- শ্যামনগর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করছেন মন্ত্রি পরিষদ বিভাগের উপ-সচিব আসাদুল হক।
© Deshchitro 2024