লন্ডনে অনুষ্ঠিত হলো দশম বাংলাদেশ  বই মেলা লন্ডন। অনুষ্ঠানটিতে দেশাত্মবোধক ও রবীন্দ্র নৃত্য পরিবেশন করে মুগ্ধতা ও প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশী জনপ্রিয় নৃত্য শিল্পী মোহাম্মদ দ্বীপ।অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের যুক্তরাজ্যে নিযুক্ত হাই কমিশনার , বাংলাদেশ সরকারের প্রতিনিধি, বাংলাএকাডেমি,বাংলাদেশের বই প্রকাশনার ব্যক্তিবর্গ। লন্ডন , আমেরিকা, অষ্টেলিয়া কানাডা সহ সকল দেশের লেখকদের মিলন মেলায় হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ । আগত দর্শকরা দ্বীপের প্রশংসা করেছেন তার চমৎকার নৃত্যশৈলীর জন্য  সেখানকার দর্শকরা। 


মোহাম্মদ দ্বীপ নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এরকম সুন্দর একটি অনুষ্ঠানের সাথে থাকতে পেরে এমনটাই জানিয়েছেন তিনি।

তিনি আয়োজকদের কে ধন্যবাদ জানিয়ে কয়েকজন এর নাম উল্লেখ করে বলেন শ্রদ্ধেয় আনোয়ার শাজাহান ভাই, বাছিত ভাই, আব্দুল্লা ভাই, নুরুননবী ভাই ও নাজরাতুন নাঈম আপু কে। 


বর্তমানে জনপ্রিয় এই আন্তজাতিক পুরুস্কার প্রাপ্ত নৃত্য শিল্পী অনেক কাজ নিয়ে ব্যস্ত । সে বাংলাদেশের মানুষের কাছে শুভ কামনা আশা করছেন।কিছুদিনের মধ্যে মোহাম্মদ দ্বীপ ভারত, নেপাল, থাইল্যন্ড , মালয়শিয়াতে নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023