দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দিনের মৃত্যুতে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১শে আগস্ট) সকালে উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল আজিজ।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, হারুন অর রশীদ, শাহিনুর ইসলাম, বিশ্বনাথ রায়, যোগেন্দ্রনাথ রায় প্রমূখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, আজ সকাল ৮টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দিন। তিনি ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের স্বামী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024