আজ ৩১শে আগস্ট'২৩, রোজ বৃহস্পতিবার,  সকাল ১১.০০টায়, সমাজকর্ম বিভাগের ৩য় বর্ষের ছাত্র এস এম হাসান রাজুর সঞ্চালনায়, প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে,  বিএম কলেজ ক্যাম্পাসের  জিরো পয়েন্ট চত্তর এলাকায় নোবিপ্রবির সাবেক ভিসি, ঢাবির আইইআর ডিপার্টমেন্টের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান চাঁন মিয়া কর্তৃক পর্দাবিরোধী বক্তব্য ও হিজাবী শিক্ষার্থীদের হেনস্তা এবং ভিকটিমকে উগ্রবাদী ব্লেইম দেয়ার প্রতিবাদে 

বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।


এতে বক্তব্য প্রদান করেন,১. সমাজ কর্ম বিভাগের মেধাবী ছাত্র মুহাম্মদ রেজাউল করিম ২. মোঃ আব্দুর রহিম,( রসায়ন বিভাগ) ৩.এস এম হাসান রাজু ( সমাজকর্ম বিভাগ) ৪. এম এম শোয়াইবুর রহমান ( ইংরেজি বিভাগ) ৫. মোঃ হান্নান উদ্দিন শাকিল, (ব্যাবস্থাপনা বিভাগ) ৫.  ৬. হাফেজ মোঃ মাহাজাবিল আল নাঈম খাঁন ( ইসলামিক স্টাডিজ) ৭.আজিজুল ইসলাম সাগর, (ইসলামিক স্টাডিজ) ৮.আইয়ুব আলী,( ইসলামীক স্টাডিজ) ৯.মুহাম্মাদ হাসান (ইংরেজি বিভাগ) ৯.মোঃ ইমাম হাসান ( ইংরেজি বিভাগ)

১০. মোঃ তাওফিক (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ) ১১. মোঃ হাসান ( ইংরেজি বিভাগ) প্রমুখ...


সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস এবং ক্যাম্পাসের সামনে মেইন রোড প্রদক্ষিন  করে সমাবেশ স্থলে এসে মিছিলটি শেষ করেন। 


উক্ত মিছিলে শিক্ষার্থীরা..  


১.হিজাব নিয়ে তালবাহানা চলবেনা, চলবেনা!

২. আমার বোনের অধিকার, ছিনিয়ে নিতে দেবো না।

৩. আমার বোনের অধিকার ফিরিয়ে দাও,দিতে হবে।


৪. উই ওয়ান্ট জাস্টিস.. জাস্টিস জাস্টিস


৫.  অহিদুজ্জামানের দুই গালে জুতা মারো তালে তালে। 


৬ অহিদুজ্জামানের চামড়া তুলে নিবো আমরা 


৭.   হিজাব নারীর অহংকার 

হিজাব নারীর অধিকার

৮. জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে.. 

৯. নাস্তিকদের আস্তানা ভেঙ্গে দাও উড়িয়ে দাও

এসকল স্লোগান তুলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024