শেরপুর জেলার শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার শ্রীবরদী থানার আয়োজনে থানা সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর সভাপতিত্বে বিদায়ী অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, এসআই আসাদুল্লাহ, এএসআই কামরুল, কনস্টেবল শফিকুর রহমান। এসময় থানার অফিসারবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওসি বিপ্লব কুমার বিশ্বাস বদলী হয়ে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানায় যোগদান করেছেন। শ্রীবরদী থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাইয়ুম খান সিদ্দিকী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024