◾ নিউজ ডেস্ক 


পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে।উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায় রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 


পঞ্চগড়ের বোদা থানার ওসি সুজন কুমার রায়  এ তথ্য নিশ্চিত করেছেন।মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন শিশু, চারজন পুরুষ ও ১২ জন নারী রয়েছে।


স্থানীয়দের বরাতে ওসি সুজন কুমার জানান, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে প্রায় ৭৫ জনকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি মাঝ নদীতে আসলে ‍ডুবে যায়। 


মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের উদ্ধারের অভিযান চলছে বলেও জানান ওসি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024