|
Date: 2023-08-31 16:22:46 |
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার( ৩১ আগষ্ট) দুপুরে বন্যা পরিস্থিতি ও হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পার-২ বাঁধ ভাঙ্গন কবলিত এলাকা সমুহ পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম সহ স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম ভাঙ্গন রোধ সহ স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও বন্যার্ত মানুষদের মাঝে সরকারি সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান।
উল্লেখ্য, গত ৩০ আগষ্ট মধ্যরাতে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পার এর পশ্চিম অংশে ভাঙন দেখা দিলে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।
স্থানীয়রা বলছেন, হাসনাপাড়া স্পার-২ এ ভাঙ্গনের জন্য বালু দস্যুরা দায়ী। বালুবাহী ট্রাক যাতায়াতের সুবিধার্থে গোড়ার সি সি ব্লক সরিয়ে রাখা হয়। এছাড়াও স্লোব কেটে বালুবাহী ট্রাক যাতায়াতের রাস্তা তৈরী করা হয়। তারা অভিযোগ করে বলেন এসব কারণেই হাসনা পাড়া স্পারের ভাঙ্গন দেখা দিয়েছে।
© Deshchitro 2024