|
Date: 2023-09-01 01:26:00 |
দেবিদ্বারে বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরকামতা ইউনিয়ন এর বাগুর বাস স্ট্যন্ড এলাকায় উক্ত দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম শফিউদ্দিনের সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির চেয়ারম্যান, উপ দপ্তর সম্পাদক ঈসমাঈল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মফিজুল ইসলাম দুলাল। সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ও মির্জা বাহাদুর, তথ্য ও গবেষণা সম্পাদক, মিজানুর রহমান, প্রচার প্রকাশনা সম্পাদক হাজী মোসলেহ উদ্দিন ভূইয়া মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মোস্তফা কামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সহ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
© Deshchitro 2024