সাতক্ষীরা জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে গঠনতন্ত্রের ধারা ২৩ অনুযায়ী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এই সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৯০ দিনের জন্য মিজানুর রহমানকে আহ্বায়ক এবং স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, এস এম মারুফ তানভীর হোসেন সুজনকে যুগ্ম-আহ্বায়ক করে সাতক্ষীরা  জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট 

 কমিটি ঘোষণা করেছেন।

সাতক্ষীরা  জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটিকে ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীনস্ত সব শাখার সম্মেলন শেষ করে সাতক্ষীরা  জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024