মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে একটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পরে সেটি তদন্ত করে সত্যতা পান উপজেলা প্রকৌশলী রকিব হাসান। এরপর ২৪ ঘণ্টার মধ্যে এসব নিম্নমানের ইটের খোয়া অপসারণের নির্দেশ দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেন তিনি।

বিষয়টি গতকাল বিকেল ৪টায় দেশচিত্র পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী রকিব হাসান। গত ৩০ আগস্ট রকিব হাসানের স্বাক্ষরিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়—গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আরডিআরআইডিপি) আওতায় উপজেলার সোনামুখী ইউনিয়নের শিমুলতলীর মোড় থেকে রায়কালী ইউনিয়নের মুনজিয়া গ্রাম পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ চলমান রয়েছে। সেই কাজ পরিদর্শন করে দেখা যায় নিয়ম অনুযায়ী খোয়া ব্যবহার না করে নিম্নমানের খোয়া ব্যবহার করছেন,যা অত্যন্ত হতাশাজনক এবং মোটেও কাম্য নয়। এমতাবস্থায় ২৪ ঘণ্টার মধ্য উক্ত নিম্নমানের খোয়া সাইট থেকে অপসারণ করার জন্য নির্দেশ দেওয়া হলো এবং ব্যর্থ হলে চুক্তি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023