চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো ৩ জন। ১ সেপ্টেম্বর (শুক্রবার)এ ঘটনা ঘটে। নিহত যুবক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মৃত বেলাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান জিয়া (৪০) । তিনি দীর্ঘ দিন যাবত নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর (কাঁঠালা পাড়ার) গ্রামের বাসিন্দা ছিলেন এবং বর্তমানে ১ নং কসবা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবের বোন জামাই ছিলেন। আহত ব্যাক্তিরা হলেন চৌপুকুরিয়া গ্রামের মৃত নূহ আলমের ছেলে মোহাম্মদ নাজু (৫৫ ) পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুজন আলী( ৪০) এবং কালইর গ্রামের একরামুল হক এর ছেলে মুস্তাকিম (৩২)

নাচোল থানার তদন্ত অফিসার জামিরুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন পহেলা সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় মোটরসাইকেল যোগে ৩ জন আরোহী নাচোল হতে নিজ বাড়ি ফেরার পথে- উপজেলার চৌপুকুরিয়া কাজলা নামক স্থানে পাকা রাস্তার উপর একটি মোটরসাইকেল অপর আরেকটি বাইসাইকেল কে বাঁচাতে গিয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পরে নিহত হয় জিয়াউর রহমান জিয়া, এ সময় অপর ৩ জন যুবক গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক  স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাচোল ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। সুজন আলী ও মোস্তাকিম কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অপর অবস্থা আশঙ্কাজনক হয়াই তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023