চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফরিদা বেগম(২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়
(০১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের ,মোসাঃ ফরিদা বেগম(২২) পিতাঃ নুর মোহাম্মদ মাতাঃ মালতি, স্বামীঃ জাহাঙ্গীর, মোসাঃ ফরিদা বেগম তার নিজ ঘরে তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। আত্মীয়-স্বজন ও বাড়ির আশপাশের লোকজনের দেওয়া তথ্য মতে, ফরিদা বেগমের স্বামী কাজের জন্য গত এক মাস পূর্বে নোয়াখালী জেলায় অবস্থান করছেন। তার চার বছরের শিশু বাচ্চা নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। সকালে বাচ্চার কান্না শুনে প্রতিবেশি মোসাঃ বিবিরন খাতুন ঘরের দরজা খোলা অবস্থায় ফরিদা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক আত্মীয়-স্বজনকে বিষয়টি অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।


গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহবুবুর রহমান ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন,
লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024