|
Date: 2023-09-02 08:58:00 |
বগুড়ার আদমদীঘিতে তিন বছর বয়সের রাসেল নামের এক শিশুপুত্র পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সান্তাহার দৈনিক বাজারের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। রাসেল আদমদীঘির সান্তাহার দৈনিক বাজারের বাবু হোসেনের ছেলে।
জানা যায়, গত শুক্রবার রাতে শিশু রাসেল নিজ বাড়িতে পরিবারের লোকজনদের সাথে খেলা করেছিল। এরপর পরিবারের লোকজনের অজান্তে শিশু রাসেল বাড়ির বাহিরে আসে। তাকে দেখতে না পেয়ে বাসার চারিদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাসার পাশের ওই পুকুরে শিশু রাসেলকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাশেলকে মৃত ঘোষনা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, পরিবারের লোকজনদের কোন অভিযোগ না থাকায় রাসেলের মৃতদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
© Deshchitro 2024