|
Date: 2023-09-02 09:30:52 |
শ্যামনগরে আইবুড়ি নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন আইবুড়ি নদীতে নিখোঁজ জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত জেলের নাম মনোরঞ্জন মন্ডল(৬৭)। তিনি মুন্সিগঞ্জ ইউপির মথুরাপুর গ্রামের মৃত দেবেন্দ্র নাথ মন্ডলের ছেলে।
মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা জানান, শনিবার রাত অনুমান তিনটার দিকে উপজেলার হরিনগর স্লুইচগেট সংলগ্ন আইবুড়ি নদীতে মনোরঞ্জন মন্ডল মাছ ধরতে যান । সকালে বাড়ীতে না আসায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি শুরু করেন। পর দুপুরের দিকে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, শুক্রবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কালিন্দী নদীতে নৌকায় মাছ ধরা কালিন সময়ে প্রবল স্রােতের মুখে পড়ে নৌকা ডুবে
উপজেলার কৈখালী ইউপির পরাণপুর গ্রামের আলী হোসেন(১৭) নামে এক যুবক মাছ ধরতে যেয়ে নদীতে পড়ে মারা যান পর দুপুরের দিকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
© Deshchitro 2024